মৃগী-পাংশা আঞ্চলিক সড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামিউল হাসান শিমুল (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বুধবার উপজেলার মৃগী ইউনিয়নের চরপাতুরিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল মৃগী গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
আহতরা হলো- একই গ্রামের এহসান আহমেদের ছেলে ইমন, আব্দুস সালামের ছেলে নাইম এবং চরপাতুরিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে নকিব।
মৃগী পুলিশ ফাঁড়ির আইসি আমানুর রহমান জানান, শিমুল, নাইম ও ইমন মৃগী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এক মোটরসাইকেলে তারা পাংশার দিকে যাচ্ছিল। ওই সময় নকিব নামে এক যুবক বাড়ি যাওয়ার জন্য বাম থেকে ডান দিকে ঘুরলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিমুল।