বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ৩ জন নিখোঁজ হয়েছেন। বুধবার উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়া এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, উপজেলার রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫), লংরে খুমি (২১) ও চয়অং খুমী পাড়ার বাসিন্দা ছাই খুমি (৩০)।
স্থানীয়রা জানান, সকালে ছোট মদকের অংলে খুমি পাড়া থেকে ৯ জন রেমাক্রী বাজারে আসে। সেখান থেকে বাজার নিয়ে ফেরার পথে নদীতে পাথরের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এসময় সাঁতরে ৬ জন তীরে উঠলেও ৩ জন ডুবে যান।
থানচি ফায়ার সার্ভিস জানায়, এলাকাটি দুর্গম হওয়ায় রাতে উদ্ধার কাজ পরিচালনা সম্ভব হয়নি।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নৌকা ডুবে ৩ জন নিখোঁজের সংবাদ পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। আগামীকাল ভোরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।’