শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি আবেদন শুরু হবে ১৫ অক্টোবর থেকে। ঐ দিন সকাল দশটা থেকে শুরু হয়ে ৪ঠা নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এ’ ও ‘বি’ দুইটি ইউনিটে আগামী ১৮ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর নতুন কোন বিভাগ বৃদ্ধি করা হয় নি।
তবে ‘বি’ ইউনিটে ৩০টি আসন বৃদ্ধিসহ কোটাছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সর্বমোট ১৫৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.sust.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।