আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের শত্রুতে পরিণত হয়েছে। দলটি সন্ত্রাস, নাশকতা করে, মানুষ পুড়িয়ে রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তাই কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংলাপ বা আলোচনায় বসবে না আওয়ামী লীগ।
বুধবার কেন্দ্রীয় শহিদ মিনারে ফিলিস্তিনে হত্যা ও ইসরায়েলি বাহিনীর অনুকরণে দেশে অগ্নিসন্ত্রাসের বিরূদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করলেও ইসরায়েলের হামলা নিয়ে মুখ খোলেনি বিএনপি-জামায়াত।
তিনি বলেন, বাংলাদেশে মানুষ পুড়িয়ে হত্যার মিশনে নেমেছে বিএনপি। তাদের সঙ্গে কোনো সংলাপ নয়, বরং যারা নাশকতার সঙ্গে জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করছে সরকার।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে অপশক্তিরা নাশকতা চালাতে পারে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে যাতে তারা নাশকতা না চালাতে পারে।