• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

দেশ-মানুষের স্বার্থে আপসহীন ছিলেন মইনুল হোসেন: জি এম কাদের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
ফাইল ছবি

সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

শনিবার (০৯ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি অত্যন্ত সাহসের সঙ্গে সত্যের পথে অবিচল ছিলেন। দেশ ও মানুষের স্বার্থে আপসহীন ছিলেন। তার মৃত্যুতে জাতি এক বরেণ্য সন্তানকে হারাল।

ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ