সরকারের পদত্যাগ, তফসিল বাতিলসহ একাধিক দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় র্যালি করবে। এর অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিতে চিঠি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। তবে অনুমতির বিষয়ে এখনো কিছু জানায়নি ডিএমপি।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ডিএমপি কমিশনার অফিসে গিয়ে চিঠি দেয় বিএনপির প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি করবে বিএনপি। দুপুর ১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হবে। র্যালিটি মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। বিজয় দিবসের র্যালির জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলাম। সেখানে ডিএমপি কমিশনার ছিলেন না। অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. ম. মুহিদ উদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের চিঠি গ্রহণ করেছেন।
অনুমতির বিষয়ে ডিএমপি থেকে কী বলা হয়েছে জানতে চাইলে নিতাই রায় বলেন, আমরা চিঠি ডিএমপিতে দিয়ে এসেছি। তারা আমাদের জানিয়ে দেবেন। হয়ত আগামীকাল আমরা জানতে পারব।
অনুমতি না পেলে বিএনপি র্যালি করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা পরের কথা। সেটা দল সিদ্ধান্ত নেবে। নয়াপল্টন কার্যালয় তালাবদ্ধ থাকার বিষয়ে নিতাই রায় বলেন, এ বিষয়ে কথা-বার্তা চলছে। বিষয়টির সমাধান হবে।
গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন থেকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে।