• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তথ্যমন্ত্রী,

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) বাইসাইকেল চালিয়ে প্রচার শুরু করবেন বলে জানা গেছে।

এ দিন তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বাইসাইকেল চালিয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেট হয়ে মরিয়মনগর চৌমুহনীতে পথসভায় যোগ দেবেন।

এ ছাড়া মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

এতে নেতৃত্ব দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। র‌্যালিটি রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক পথে তাপবিদুৎ গেটে গিয়ে শেষ হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ