উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এ কে আজাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ১ নং ওয়ার্ড যুবলীগ নেতা তামীম ও কবির আহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন রাজলক্ষ্মী এলাকায় তার নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে আলাপকালে সন্ত্রাসীরা এসে তার উপর অতর্কিত হামলা করে।
অ্যাডভোকেট এ কে আজাদ বর্তমানে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ফেটে গেছে। চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।
হামলার বিষয়ে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এ কে আজাদ বলেন, আমি সোমবার রাত ৮টার দিকে আমার রাজলক্ষ্মী এলাকায় বাসভবনের সামনে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে কথা বলছিলাম এ সময় ফাহিম, ফজলে রাব্বি, সিয়াম, শাকিল, মামুন, রাজন, জয়সহ ৪০-৫০ জন সন্ত্রাসী এসে আমার উপর অতর্কিত হামলা করে। তারা আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং চোখ ও মুখ জখম করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা জোনের ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, রাজলক্ষ্মী এলাকার আলাউদ্দিন টাওয়ারের সামনে এ ঘটেছে। একজনকে আটক করা হয়েছে।