• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

বিজয় শোভাযাত্রায় যোগ দিতে মিছিল নিয়ে আসছেন আ.লীগের নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
বিজয় শোভাযাত্রায় যোগ দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিতে খণ্ড খণ্ড আসছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন। এখান থেকে বেলা আড়াইটায় শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শোভাযাত্রায় আসছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, শোভাযাত্রাটি উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ কর্মসূচিতে বড় জমায়েতের পরিকল্পনা করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। এদিকে গত ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত নির্বাচনি কাজে বাধা হতে পারে— এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ