• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

নির্বাচনে না এসে ভুল করেছে বিএনপি: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, জনগণের সম্পৃতা হারালে কোন রাজনৈতিক দল ঠিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও এমন হবে।

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগা মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হউক বিএনপি ও জামায়াত তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়।

তিনি বলেন, নির্বাচনে জনগণের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে। সন্ত্রাসী করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান মন্ত্রী। এর আগে মন্ত্রী উপজেলার তিনলাখ পীর এলাকায় একটি পথ সভা করেন। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি, বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান বেদন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ