• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:

ভোটে পেছাচ্ছে বাণিজ্য মেলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
ফাইল ছবি

আন্তর্জাতিক বাণিজ্য মেলা দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে যাচ্ছে অন্তত ১৫ দিন।

নতুন বছরের প্রথম দিনের পরিবর্তে ২০২৪ সালের বাণিজ্য মেলা ১৫ জানুয়ারি শুরু করার পরিকল্পনা নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

মেলার পরিচালক, ইপিবি সচিব বিবেক সরকার সোমবার বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর শুরু করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চলাচ্ছি। তবে সেটা জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠন, সব কিছুর ওপর নির্ভর করছে।

ঘোষিত তফশিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভোট ঘিরে চলছে প্রার্থীদের প্রচার কাজ।

বিবেক সরকার বলেন, আমি এই মুহূর্তে পূর্বাচলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছি। এখানে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কাজ চলছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর নামের স্টল বরাদ্দ দেওয়ার কাজ ৯০ শতাংশই শেষ হয়েছে। বাকি সব কিছু নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর।

গত দুই বছর ধরে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) হচ্ছে বাণিজ্য মেলা। আগামী বছর তৃতীয়বারের মত সেখানে মেলা হবে।

প্রতিবছর ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়ে থাকেন মেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ