• সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

দুই পর্দাতেই চলছে মিলনের ব্যস্ততা

আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

অভিনেতা আনিসুর রহমান মিলন। দুই পর্দাতেই তিনি সমানভাবে ব্যস্ত। সম্প্রতি নতুন আরেকটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। নাটকটির নাম ‘আকাশে মেঘ নেই’। তরুণ নাট্য নির্মাতা রাশেদ রাহার নির্দেশনায় ফেরারী ফরহাদের গল্প ভাবনা ও চিত্রনাট্যে নির্মিত এই নাটকে আরও অভিনয় করছেন অপর্ণা। এতে মিলন ও অপর্ণা ভাই-বোনের চরিত্রে অভিনয় করছেন। এরইমধ্যে রাজধানীর উত্তরায় ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘খুব ভালো একটি কাজ হচ্ছে। আমাদের সমাজে এমনকিছু চরিত্র থাকে, যা কারও জন্য ক্ষতিকরক নয়। অনেক ক্ষেত্রেই তাকে প্রতিবাদী হিসেবে দেখা যায়। আমার চরিত্রটি ঠিক তেমনই একটি চরিত্র। ফেরারী ফরহাদ যথেষ্ট আন্তরিকতা নিয়েই পুরো গল্পটি বলার চেষ্টা করেছেন এবং প্রতিটি চরিত্রই বেশ যত্ন নিয়ে তিনি লেখার চেষ্টা করেছেন। নির্মাতাও চেষ্টা করেছেন আন্তরিকভাবে নাটকটি নির্মাণ করার। সত্যি বলতে কি, কিছু গল্প থাকে যাতে শিল্পীর মন পড়ে থাকে কাজে, এটি এমনই একটি গল্পের নাটক।’ এদিকে, মিলন এরইমধ্যে শেষ করেছেন অরুন চৌধুরীর নির্দেশনায় ‘আলতাবানু’ চলচ্চিত্রের কাজ। এছাড়া শাহআলম মণ্ডলের ‘সাদাকালো প্রেম’, রাশিদ পলাশের ‘নাইওর’ ও তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’। এতে মিলনের অভিনয় বেশ প্রশংসিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ