• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

সরকার নিজেরাই নৌকা উঠিয়ে নিয়েছে : মঈন খান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান -

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, উপজেলা নির্বাচনে নিজেদের নৌকা নিজেরাই উঠিয়ে নিয়েছে। তারা বুঝতে পেরেছে মানুষ এবার নৌকাকে প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

মঈন খান বলেন, জনগণের শক্তির কাছে কোনো কিছু টিকে থাকতে পারেনি। এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, আমরা জোর গলায় বলতে পারি কারণ নৈতিক শক্তিতে বলিয়ান। নির্বাচন বলতে কিছু হয়নি। ইলেকশনের নাম সিলেকশন হয়েছে।

তিনি বলেন, মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে। প্রহসনের নাটক করেছে। কেউ ভোট দিতে যায়নি। এটা বিএনপির কথা নয় বিভিন্ন রাষ্ট্রগুলো একই কথা বলছে।

এই সরকারকে বিদায় দেবো জানিয়ে মঈন খান বলেন, একটি উদ্দেশে এই সরকারকে বিদায় দেবো সেটি হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে।

এ সময় ওলামা দলের নেতাকর্মীসহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ