বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢালিউড খান শাকিব খানের জন্মদিন। এ উপলক্ষে প্রকাশ্যে অভিনেতার নতুন সিনেমা ‘তুফান’ এর লুক। যেখানে গ্যাংস্টার রূপে দেখা যায় তাঁকে।
প্রকাশিত লুকে শাকিব খানকে দেখা যায় মারদাঙ্গা লুকে। লম্বা চুলে নায়কের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। চোখে সানগ্লাস। গলায় লকেট। আঙুলে লাল-কালো পাথরের দুটি আংটি। পাশেই রাখা একে-৪৭!
লুকটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন শাকিব।
চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে তুফান। শিগগিরই ভারতের দৃশ্যধারণের কথা রয়েছে।
‘তুফান’ পরিচালনা করছেন রায়হান রাফী। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে।