ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে ভাই-বোন। আহত হয়েছেন মা-বাবাসহ তিনজন।
রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তবে নিহতরা ভাই-বোন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।