নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি মামলায় ৪ নেতার জামিন মঞ্জুর ও জেলা বিএনপির সহসভাপতি সহ দলের ৭৭ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তারের আদালতে মামলার ৮৭ জন আসামির মধ্যে ৮১ জন নেতাকর্মী আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেন।
জামিন পাওয়া নেতারা হচ্ছেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার থানা যুবদলের সভাপতি জুয়েল, আইনজীবী কামাল ও ছাত্র সোহাগ।
আজাদের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আড়াইহাজারে আরেকটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে বিএনপির ৮৭ জন জামিনে ছিলেন। ২৫ অক্টোবর সেই জামিনের মেয়াদ শেষ হয়। সেদিন আজাদ হাজির হলে ৩১ তারিখ পর্যন্ত তাকে জামিন দেয় আদালত।
তিনি জানান, আজকে জামিনের মেয়াদ শেষ হওয়ায় দলের ৮১ জন নেতাকর্মী আদালতে হাজির হলে আদালত ৪ জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠিয়েছেন।