• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ মে, ২০২৪
এ জে মোহাম্মদ আলী - ছবি - ইন্টারনেট

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী প্রতি সম্মান জানিয়ে রোববার সুপ্রিম কোটের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ থাকবে।

সকাল সাড়ে ১০টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং ১১টার পর হাইকোর্টের কোনো বেঞ্চ বসবে না।

এদিন সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ ঘোষণা দেন।

তিনি বলেন, আইনজীবীরা শুধু আজ তাদের মামলা মেনশন করার সুযোগ পাবেন। মেনশনের সুবিধার্থে আপিল বিভাগ সাড়ে ১০টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগ সকাল ১১টা পর্যন্ত বসবেন।

গত বৃহস্পতিবার (২ মে) এ জে মোহাম্মদ আলী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

এ জে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত সভাপতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ