ফাইবার অপটিক ক্যাবলের অসুবিধা-দাম খুব বেশী
মো. নুরুল হক
প্রভাষক,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
প্রশ্নঃ৩০. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কত প্রকার?
ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ৩ প্রকার-
w রেডিও ওয়েভ
wমাইক্রো ওয়েভ
wইনফ্রারেড
প্রশ্নঃ ৩১. ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি কি অ্যাক্সেস পয়েন্টে ব্যবহূত হয়?
ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ২ ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহূত হয়-
w মোবাইল নেটওয়ার্ক
w হটস্পট
প্রশ্নঃ ৩২. হটস্পট কী?
হটস্পট একধরনের ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট ,যা ল্যাপটপ,কম্পিউটার পিডিএ,ট্যাব,নোটবুক,স্মার্টফোন ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ প্রদান করে।
প্রশ্নঃ ৩৩. হটস্পট হিসেবে কী কী প্রযুক্তি ব্যবহূত হয়?
হটস্পট হিসেবে ৩টি প্রযুক্তি ব্যবহূত হয়-
wব্লটুথ
wওয়াইফাই
wওয়াইম্যাক্স
প্রশ্নঃ ৩৪. বিট সিনক্রোনাইজেশন কী?
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু ও শেষ বুঝতে পারে । এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহূত পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন।
প্রশ্নঃ ৩৫. নেটওয়ার্েকর উদ্দেশ্য কী?
নেটওয়ার্কের উদ্দেশ নিম্নরূপ-
wদ্রুতগতিতে ও কম খরচে তথ্য আদান-প্রদান করা।
wএকাধিক ব্যক্তির মধ্যে ভিডিও কনফারেন্স করা।
wসফ্টওয়্যার শেয়ারিং করা।
wঅন-লাইন ব্যাংকিং সেবা প্রদান।
wঘরে বসে ভার্চুয়াল ক্লাস করা।
wইলেকট্রনিক উপায়ে ব্যবসা বাণিজ্য করা।
wবিভিন্ন রিসোর্স শেয়ারিং করা।
wবিভিন্ন হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং করা।
প্রশ্নঃ ৩৬. ক্লাউড কম্পিউটিং অত্যাধুনিক কম্পিউটিং প্রদান করে-ব্যাখ্যা কর।
ক্লাউড কম্পিউটিং অত্যাধুনিক কম্পিউটিং প্রদান করে কারণ এক্ষেত্রে ব্যবহারকারীকে সিপিইউ বা স্টোরেজ অবস্থান কনফিগারেশন প্রভৃতি জানা কিংবা রক্ষনাবেক্ষণ করার প্রয়োজন নেই।তাদের হাতে তৈরিকৃত সফটওয়্যার এবং সার্ভিস ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে পৌঁছে যাচ্ছে। সফটওয়্যার কোথায় কিভাবে চলছে তা দেখাশোনা করা বিভিন্ন অনলাইনভিত্তিক ওয়েব সার্ভিসের দায়িত্ব।
প্রশ্নঃ ৩৭. হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়-ব্যাখ্যা কর।
হাবের পরিবর্তে সুইচ ব্যবহার সুবিধাজনক। নেটওয়ার্কে সুইচ হল বহু পোর্ট বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্যকে আদান-প্রদান করতে সাহায্যে করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মত হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টর মধ্যে ডেটা আদান প্রদান করে। সুইচ সিগন্যাল গ্রহণ করার পর তা সরাসরি টার্গেট কম্পিউটার বা কম্পিউটারসমূহে প্রেরণ করে। পরে ডেটা প্রেরণে সুইচের ক্ষেত্রে কম সময় লাগে। সুইচে পোর্ট হাবের থেকে বেশি থাকে।