• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:

সূচকের উত্থানে চলছে লেনদেন, বেড়েছে শেয়ারদর

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এ সময়ে লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১০টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। প্রথম ঘণ্টায় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১৭২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।

বেলা ১১টা পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬১ পয়েন্টে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৭৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। আলোচিত সময়ে সিএসইতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১ কোটি ২২ লাখ টাকার শেয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ