প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলে রোনালদো-মেসি যুগের অবসান হয়েছে বছরদুয়েক হলো। নেইমার- বেনজেমাও হেঁটেছেন একই পথে। ফলে তখন থেকেই কিলিয়ান এমবাপ্পেকে ভাবা হচ্ছিল ফুটবলের নতুন সেরা হিসেবে। এবার মিলল তার স্বীকৃতিও।
গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এমবাপ্পে। পিএসজির হয়ে এবারো চ্যাম্পিয়নস লিগ আরাধ্য থাকলেও নিজে ছিলেন দূর্দান্ত মৌসুম জুড়ে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৪৪ গোল করেন এমবাপ্পে, করিয়েছেন আরো ১০টি।
মঙ্গলবার রাতে সার্দিনিয়া দ্বীপে আয়োজিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ডের জমকালো এই অনুষ্ঠান। যেখানে মৌসুমের সেরা ফুটবলারের পাশাপাশি সেরা দল, সেরা কোচ, সেরা উদীয়মান ফুটবলারসহ একাধিক ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার।
আয়োজনে সেরা ক্লাব হিসেবে ঘোষণা করা হয়েছে ম্যানচেস্টার সিটির নাম। গত মৌসুমে ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটি যদিও এবার প্রিমিয়ার লিগ ছাড়া কিছুই জিততে পারেনি। তবুও তাদেরকেই সেরা ক্লাব হিসেবে বেছে নিয়েছে গ্লোব।
সেরা কোচ হিসেবে বেছে নেয়া হয়েছে বেয়ার লেভারকুসেনের জাবি আলোনসোকে। যার হাত ধরে এবারের মৌসুমে চমক দেখায় লেভারকুসেন, জিতে নেয় বুন্দেসলিগা। গড়ে মৌসুম জুড়ে অপরাজিত থাকার রেকর্ডও।
গ্লোবের সেরা উদীয়মান ফুটবলার হয়েছেন লামিন ইয়ামাল। সর্বশেষ মৌসুমে বার্সেলোনার ৫০ ম্যাচ খেলেছেন ইয়ামাল। যেখানে ৭ গোলের পাশাপাশি ১০ এসিস্ট ছিল তার। আর মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৪৪ গোল করেন তিনি।