• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোন বাধা নেই, আদালত ৩৪০ মিসাইল দিয়ে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি রহস্যময় ড্রোনের দেখা মিলল ব্রিটেনের তিন মার্কিন বিমানঘাঁটির আকাশে নানা আলোচনা মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে সড়ক অবরোধ করে আজও রিকশাচালকরা বিক্ষোভ করছেন পাচার করা অর্থ ড. ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে ফেরত আনা সম্ভব হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যয় ট্রাইব্যুনালে অভিযোগ হামলা ও ভাঙচুরের ধ্বংসস্তূপ সোহরাওয়ার্দী-নজরুল কলেজ, পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে ১১ জনের মৃত্যু

দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?

আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

মোস্তাফিজুর রহমান লিটন

সিনিয়র শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা

 

১। ভাষার মূল উপাদান কী?

ক) ধ্বনি                                                  খ) বর্ণ

গ) অক্ষর                                                 ঘ) শব্দ

২। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না?

ক) চ-বর্গীয়                                              খ) ট-বর্গীয়

গ) ত-বর্গীয়                                              ঘ) প-বর্গীয়

৩। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

ক) সংস্কার                                               খ) সংস্কৃত

গ) পরিষ্কার                                              ঘ) তস্কর

৪। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?

ক) বিষমীভবন                                          খ) সমীভবন

গ) স্বরসঙ্গতি                                             ঘ) অসমীকরণ

৫। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক) হস খ) কার     গ) বর্গ                          ঘ) ফলা

৬। বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণে’ ভাগ করা হয়েছে?

ক) উনিশটি                                              খ) বিশটি

গ) একুশটি                                               ঘ) বাইশটি

৭। ক্ষুদ্রার্থে ‘ইকা’ স্ত্রী প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে?

ক) বালিকা                                              খ) মালিকা

গ) অধ্যাপিকা                                           ঘ) গায়িকা

৮। ‘ বাঁশি বাজে ঐ মধুর লগনে’।-এটা কোন বাচ্যের উদাহরণ?

ক) কর্তৃবাচ্যের                                          খ) কর্মবাচ্যের

গ) ভাববাচ্যের                                           ঘ) কর্মকর্তৃবাচ্যের

৯। প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দ ‘গতকল্য’-পরোক্ষ উক্তিতে কী হয়?

ক) আগামীকাল                                         খ) পূর্বদিন

গ) পরদিন                                                ঘ) সেদিন

১০।    আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কোন যতিচিহ্ন বসে?

ক) বিস্ময়                                                খ) ড্যাস

গ) কমা                                                   ঘ) সেমিকোলন

১১।‘তুমি এত নীচ!’-বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

ক) ক্রোধ খ) ঘৃণা গ) ধিক্কার                         ঘ) বিরক্তি

১২।     অসমাপিকা ক্রিয়াপদ বাক্যের কোথায় বসে?

ক) প্রথমে                                                 খ) বিশেষণের পূর্বে

গ) শেষে                                                  ঘ) বিশেষণের পরে

১৩। “আমি আজ জ্বর জ্বর বোধ করছি।”-বাক্যে কী বোঝাতে দ্বিরুক্তি হয়েছে?

ক) সামান্যতা         খ) আধিক্য

গ) ধারাবাহিকতা     ঘ) সঠিকতা

১৪। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?

ক) চার প্রকার                                           খ) পাঁচ প্রকার

গ) ছয় প্রকার                 ঘ) আট প্রকার

১৫। কোন দুটি পদের বচনভেদ হয়?

ক) বিশেষ্য ও বিশেষণ                                খ) বিশেষ্য ও সর্বনাম

গ) বিশেষণ ও সর্বনাম                                 ঘ) সর্বনাম ও ক্রিয়া

১৬। বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনটি?

ক) টুকু খ) টো     গ) গোটা                          ঘ) পাটি

১৭। ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?

ক) মিলনার্থে                                             খ) বিরোধার্থে

গ) সমার্থে                                                ঘ) প্রায় সমার্থে

১৮।‘মাহকীর্তি’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) মহান যে কীর্তি                                     খ) মহতী যে কীর্তি

গ) মহা যে কীর্তি                                        ঘ) মহা কীর্তি যা

১৯। বাংলা উপসর্গ কয়টি?

ক) উনিশ   খ) বিশ                                   গ) একুশ     ঘ) বাইশ

২০। ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর’-বাক্যে ‘হারায়’ কোন ধাতু?

ক) নাম ধাতু খ) প্রযোজক ধাতু

গ) কর্মবাচ্যের ধাতু                                     ঘ) সংযোগমূলক ধাতু

২১। ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক) মহি + মা     খ) মহা + ইমা

গ) মহা + ইমন   ঘ) মহত্ + ইমন

২২। ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ?

ক) যৌগিক শব্দ   খ) রূঢ়ি শব্দ

গ) যোগরূঢ় শব্দ   ঘ) তদ্ভব শব্দ

২৩। কোনটি ভাববাচক বিশেষ্য?

ক) গমন     খ) যৌবন

গ) তিক্ততা   ঘ) বহর

২৪। “শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।”-বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহূত হয়েছে?

ক) নাম ধাতুর ক্রিয়া খ) প্রযোজক ক্রিয়া

গ) মিশ্র ক্রিয়া         ঘ) যৌগিক ক্রিয়া

২৫।‘সাতাশ যদি হতো একশ সাতাশ’-এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া?

ক) নিত্যবৃত্ত বর্তমানখ) নিত্যবৃত্ত অতীত

গ) পুরাঘটিত বর্তমান

ঘ) পুরাঘটিত অতীত

১.ক ২ গ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.খ ১০.গ ১১.খ ১২.খ ১৩ ক ১৪.ক ১৫.খ ১৬ ঘ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.গ ২১.ঘ ২২.ক ২৩ ক ২৪.ঘ ২৫.খ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ