• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোন বাধা নেই, আদালত ৩৪০ মিসাইল দিয়ে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি রহস্যময় ড্রোনের দেখা মিলল ব্রিটেনের তিন মার্কিন বিমানঘাঁটির আকাশে নানা আলোচনা মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে সড়ক অবরোধ করে আজও রিকশাচালকরা বিক্ষোভ করছেন পাচার করা অর্থ ড. ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে ফেরত আনা সম্ভব হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যয় ট্রাইব্যুনালে অভিযোগ হামলা ও ভাঙচুরের ধ্বংসস্তূপ সোহরাওয়ার্দী-নজরুল কলেজ, পরীক্ষা দিতে পারেননি শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে ১১ জনের মৃত্যু

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেটঃ : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

প্রাথমিক গণিত

 

শর্বানী দত্ত, শিক্ষক

 

লামাতাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় , হবিগঞ্জ

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য থাকছে মজার একটি বিষয় নিয়ে। তোমরা কি জান? গণিতের সবচেয়ে মজার বিষয় হল গাণিতিক সমস্যার সমাধান গুলো লুকিয়ে থাকে গণিতের মধ্যে শুধু চিন্তা করে সমাধানের  উপায় বের করে নিতে হয়। আজ থাকছে ভগ্নাংশ থেকে কিছু যোগ্যতাভিত্তিক গাণিতিক সমস্যা। দেখতো পার কীনা যেখানে এখনো সমস্যা মনে হয় সহায়তা নাও শিক্ষকের।

 

ভগ্নাংশ ( প্রথম অংশ)

 

১) এক বক্স আইসক্রিম তৈরি করতে ২/৭ লিটার দুধ লাগে।

 

ক) ৩ বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ লাগে ?

 

খ) যদি ২/৭ লিটার দুধ দিয়ে ১ বক্স আইসক্রিম তৈরি করা যায় তবে ১০ লিটার দুধ দিয়ে কত বক্স আইসক্রিম তৈরি করা যাবে?

 

গ) ২/৭ ও ৭/৬ কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত কর।

 

২) যদি ৪/৫ লিটার শরবত ২ জনকে সমানভাবে ভাগ করে দেয়া হয় ,তবে-

 

ক) প্রত্যেকে কত লিটার করে শরবত পাবে?

 

খ) ৫ জনে কত লিটার করে শরবত পাবে?

 

গ) ১০ লিটার শরবত কত জনের মধ্যে ভাগ করে দেয়া যাবে?

 

৩) একটি রঙ এর কথা চিন্তা করি যার ১ ডেসি লি দ্বারা ৪/৫ বর্গ মিটার রঙ্গিন করা যায়, তবে-

 

ক) ২ডেসি লিটার দ্বারা কত বর্গ মিটার জায়গা রঙ্গিন করা যায় ?

 

খ) ১/৩ ডেসি. লি. রং দ্বারা কত বর্গ মি জায়গা রঙ্গিন করা যাবে?

 

গ) ৪/৫ ও ১/৩ এর সমতুল ভগ্নাংশ লিখ ।

 

৪) হাবিব সাহেব তার সম্পত্তির ১/৪ অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন।

 

ক) হাবিব সাহেব তাঁর নিজের জন্য রাখার পর তার সম্পত্তির  আর কত অংশ বাকি

 

রইল ?

 

খ) প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? সমস্যাটি গাণিতিক বাক্য প্রকাশ কর ও সমাধান কর।

 

গ) হাবিব সাহেবের সম্পত্তির মূল্য ২,০০,০০০ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল?

 

৫) একটি লাঠির ১/৬ অংশ মাটিতে, ১/২ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার হলে-

 

ক) মাটিতে ও পানিতে মোট কত অংশ আছে?

 

খ) লাঠিটির পানির উপরে কত অংশ আছে?

 

গ) লাঠির কত মিটার পানিতে আছে?

 

৬) ৪ মিটার  লম্বা একটি ধাতব নলের ওজন ৮/৫ কেজি।

 

ক) নলটির এক মিটারের ওজন কত?

 

খ) ১ কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে ?

 

গ) ১০ কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে ? সমস্যাটির সমাধান গাণিতিক বাক্যে লিখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ