• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

সবাইকে হতাশ না হয়ে ‘শান্ত’ থাকতে বললেন শান্ত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ জুন, ২০২৪
ছবি: বিসিবি

শেষ প্রস্তুতি ম্যাচেও ভারতের বিপক্ষে সেই একই চিত্র। তার মানে টপ অর্ডারদের বাজে ফর্ম নিয়েই বিশ্বকাপের আসল লড়াই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। স্বাভাবিকই দলের এমন করুণ দশায় হতাশ ক্রিকেটপাগল দেশটির সমর্থকরা। তবে হতাশ না হয়ে শান্ত থেকে দলকে সমর্থন দেওয়ার আকুতি জানালেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।

নিউ ইয়র্কের নাসাই কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ভারেতর দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে স্রেফ ১২২ রানে আটকে যায় বাংলাদেশ। ব্যর্থতার ধারা থেকে বের হতে পারেননি সৌম্য সরকার, লিটন দাস এবং শান্ত নিজেও।

ঘরের মাঠে জিম্বাবুয়ে, বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্টের বিপক্ষে এরপর দুটি প্রস্তুতি ম্যাচের কোনোটিতেই ফর্মে ফেরার ইঙ্গিত নেই টপ অর্ডারদের ব্যাটে। এদিন সৌম্য-শান্ত দুজনেই কেউই পারেননি রানের খাতা খুলতে। লিটন করেছেন ৮ বলে ৬। ৪১ রানে ৫ উইকেট হারানোর পর দলকে লজ্জার হাত থেকে কিছুটা রক্ষা করেন সাকিব আল হাসান (৩৪ বলে ২৮) ও সেচ্ছায় মাঠ ছাড়া মাহমুদউল্লাহ (২৮ বলে ৪০)।

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক শান্তর কণ্ঠে ব্যাটিং ব্যর্থতার কথাই ফুটে উঠেছে, ‘আমাদের ব্যাটিং আমরা ভালো করিনি, কিন্তু আমি মনে করি মূল ম্যাচে আমরা আরো ভালো করব। আমরা অতীত নিয়ে ভাবছি না, সামনে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে।’

ম্যাচে বোলিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন শরিফুল ইসলাম। হারের পাশাপাশি এই ম্যাচে বড় দুশ্চিন্তা হয়ে এসেছে এই পেসারের এই চোট। তবে শান্তর কথায় ছিল স্বস্তির আভাস, ‘সে এখনও পর্যবেক্ষণের মাঝে আছে। এখন হাসপাতালে রয়েছে। খুব সম্ভবত সে ঠিক হয়ে যাবে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে আশাবাদী শান্ত বলেন, ‘প্রথম ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত, সবাইকে শান্ত থাকতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।’

রোববার সকালে কানাডা-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশ অভিযান শুরু করবে আগামী ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ