ঈদুল আজহা উদযাপন করতে এরই মধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন লোকজন। ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে যানবাহনের চাপ।
গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ৩০ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ টাকারও বেশি।
বৃহস্পতিবার (১৩ জুন) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, মঙ্গলবার (১১ জুন) রাত ১২টা থেকে বুধবার (১২ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩০ হাজার ৮৩৪টি গাড়ি পার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা।
এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ১৫ হাজার ৭২০টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ১১৪টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এসব তথ্য নিশ্চিত করেছেন।