রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
তাইতো শেষ মুহূর্তে কোরবানির পশু কিনতে হাটগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
রোববার (১৬ জুন) রাজধানীর কমলাপুর-গোলাপবাগ ও উত্তর শাহজাহানপুর পশুর হাটে দেখা যায়, ছোট-বড়-মাঝারি আকারে বিভিন্ন জাতের গরু নিয়ে ক্রেতার অপেক্ষা করছেন বিক্রেতারা। সকালে হাটে তেমন ক্রেতা না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বাড়তে থাকে। এমনকি দুপুর গড়াতেই এ তিন হাটের অধিকাংশ গরু বিক্রি হয়ে যায়।
তবে বিক্রি হওয়া গরুর মধ্যে ছোট ও মাঝারি গরুই বেশি। বড় গরুর দাম বেশি থাকায় সেগুলো তুলনামূলক কম বিক্রি হচ্ছে। ফলে বড় গরু নিয়ে হাটে আসা বিক্রেতারা অনেকটা বিপাকেই পড়েছেন। অন্যদিকে ছোট গরু যেসব বেপারি নিয়ে এসেছেন, তাদের বেশ ভালো দামেই সেগুলো বিক্রি করতে দেখা যায়।