• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

ইসরাইলকে সতর্ক করেছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে না জড়াতে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২১ জুন, ২০২৪
ছবি: সংগৃহীত

টানা আট মাস থেকে ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত চলছে। চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে হিজবুল্লাহর সঙ্গে আরও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির দিকে যাচ্ছে। এ বিষয়ে ইসরাইলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এই সতর্কবার্তা দিয়েছেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ইসরাইলি কর্মকর্তাদের গাজায় ইসরাইলের যুদ্ধের মধ্যে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে বিরোধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। তাদের সঙ্গে যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি এবং ইসরাইলের কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে বৈঠকের সময় ব্লিঙ্কেন এসব কথা বলেছেন।

এর আগে হোয়াইট হাউজের একজন বিশেষ দূত জানিয়েছেন, ইসরাইল ও হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে।

বুধবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ লেবাননের বিরুদ্ধে একটি বড় ইসরাইলি সামরিক আক্রমণের বিষয়ে সতর্ক করে বলেছেন, ‘শত্রুদের (ইসরাইল) জানা উচিত, তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ