জেলার কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকায় সাপের ছোবলে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাইফুল কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার ইউনুছ আলীর ছেলে। এলাকাবাসী ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, রাতে কালিয়াকৈর উপজেলার বাসুরা এলাকার একটি বিলে টেঁটা দিয়ে মাছ ধরতে যান সাইফুল ইসলাম। একপর্যায়ে একটি বিষধর সাপ সাইফুলের পায়ে ছোবল দেয়। এ সময় তিনি টেঁটা দিয়ে আঘাত করে ওই সাপটি মেরে ফেলেন। পরে মৃত সাপটি নিয়ে সাইফুল বাড়ি ফিরে পরিবারের লোকজন ও এলাকাবাসীকে ঘটনাটি জানান।
পরে পরিবারের লোকজন সাইফুলকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইছামুদ্দিন জানান, মাছ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে।