• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে ভারত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৯ জুন, ২০২৪

এক দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। আর প্রায় এক যুগ ধরে শিরোপা খরায় ভুগছে রোহিত শর্মার দল। সেই খরা ঘুচানোর এবার বড় সুযোগ তাদের সামনে। অন্যদিকে আটবারের চেষ্টায় কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়াদে সামনে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পাওয়ার সুযোগ।

আজ শনিবার (২৯ জুন) মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ব্রিজটাউনে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে।

এবারের আসরে পেসাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছে নিউ ইয়র্কে। এই পরিসংখ্যান বিবেচনায় পরের অবস্থানেই আছে কেনসিংটন ওভাল। আসরে সবমিলিয়ে প্রায় ২০ গড়ে এই মাঠে মোট ৫৯ উইকেট পেয়েছেন পেসাররা। যেখানে তারা ওভারপ্রতি খরচ করেছেন আটেরও কম রান করে। এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে আজ পেসাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন।

কেনসিংটন ওভালে উইকেট আছে মোট ৮টি। তবে চার নম্বর উইকেটে হবে ফাইনাল ম্যাচটি। তাই দুই পাশেই বাউন্ডারির দূরত্ব প্রায় সমান থাকবে। ফলে ডানহাতি-বাঁহাতি সবার জন্যই সমান সুবিধা থাকছে। এ উইকেটে এবারের আসরে আরও দুটি ম্যাচ হয়েছিল।

পুরো আসর জুড়েই ভারত তাদের একাদশে খুব একটা পরিবর্তন আনেনি। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ই পেয়েছিল রোহিত শর্মার দল। তাই ফাইনালে এসে উইনিং কম্বিনেশন ভাঙেনি তারা। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামছে ভারত। একই পথে হেটেছে দক্ষিণ আফ্রিকাও। তারাও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ