খুলনায় ছেলেকে রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামের মো. সিরাজ মালির ছেলে। বুধবার (৩ জুলাই) দুপুরে আবুল কালামের বাড়িতে ব্যাটারি চালিত ভ্যানের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, আবুল কালাম দুপুরে বাড়িতে ব্যাটারিতে চার্জ দিয়ে ভ্যানে বসে কাজ করছিলেন। এসময় তার সাত বছর বয়সী ছেলে আলিফ ব্যাটারির ধরলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। টের পেয়ে ছেলেকে রক্ষা করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় তার ছেলে আলিফ হোসেনও আহত হয়।