• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

ট্রাকচাপায় বাইকার নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

জেলার নগরকান্দায় ট্রাকচাপায় মুরাদ খান (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মানিকদহ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ খান নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের উত্তর শাকপালদিয়া গ্রামের মান্নান খানের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ হোসেন জানান, মুরাদ খান মোটরসাইকেলে করে ফরিদপুর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মানিকদহ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা সম্ভব হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ