ফারাক্কা চুক্তির পুনর্নবীকরণ, তিস্তার পানি বন্টন নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে খড়গহস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তার প্রশ্ন, ‘তিস্তার পানি আছে যে দেবে? বর্ষার পানি দেখে নদীতে পানির কথা ভাববেন না। সিকিম এই ভুল করেছে।’ মমতার কথায়, এর পর পানি দিলে উত্তর তো খাওয়ার পানি পাবে না।
ফারাক্কা চুক্তির পুনর্নবীকরণ নিয়ে এর আগেও প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছেন মমতা। এদিনও ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, “আমাদের না জানিয়ে ফরাক্কা চুক্তি রিনিউ করবে। ফারাক্কায় ড্রেজিং করা হয় না। যার ফলে শুধু বাংলা নয়, বিহারও ভাসে। তবে মূল পার্টি আমরাই। তাও ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্য়ে যে আলোচনা হল, সেখানে আমাদের ডাকা হল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তিস্তার পানি বাংলাদেশকে দেয়া নিয়ে আলোচনা চলছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এ প্রসঙ্গে তার দাবি, “আবার বলছে তিস্তার পানি দেবে। তিস্তায় পানি কোথায়? এর পর পানি দিলে উত্তর তো খাওয়ার পানি পাবে না। বর্ষার পানি দেখে নদীতে পানির কথা ভাববেন না।
একইসঙ্গে মমতার খোঁচা, ‘সিকিম যখন জলবিদ্যুৎ কেন্দ্র করল, কেন্দ্রে দেখা উচিত ছিল। সে জন্য আজ মানুষকে ভুগতে হচ্ছে।’ সবমিলিয়ে এদিন ফারাক্কা চুক্তি ও তিস্তার পানি নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী।