গুঞ্জন ছিল আসন্ন মৌসুম শুরু আগে রিয়াল মাদ্রিদ ছাড়বেন লুকা মদ্রিচ। তবে সেই গুঞ্জন উড়িয়ে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের সঙ্গে আরও এক বছরের চুক্তি করেছে লস ব্লাঙ্কোরা। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালেই থাকছেন মদ্রিচ।
বুধবার (১৭ জুলাই) রিয়ালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন মদ্রিচ। এরপর রিয়াল এক বিবৃতিতে মদ্রিচের থাকার বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি জানায়, ‘আমাদের (নতুন) অধিনায়কের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছি। তিনি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকছেন।’
গত মোসুম রিয়ালের হয়ে খুব বেশি সময় পাননি মদ্রিচ। বদলি হিসেবে তাকে খেলিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। যতটুকু সময় মাঠে ছিলেন বেশ প্রভাব রেখেছেন তিনি। চুক্তি সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মদ্রিচ লিখেছেন, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে পেরে আনন্দিত।’