• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:

যুক্তরাজ্যে ছুরি নিয়ে হামলা, নিহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

যুক্তরাজ্যে ছুরি নিয়ে হামলার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১১ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার উত্তর ইংল্যান্ডের একটি ডান্স ক্লাসে হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হত্যা এবং হত্যাচেষ্টার সন্দেহে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের লিভারপুলের কাছে অবস্থিত সাউথপোর্ট থেকে ১৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। মেরসেইসাইড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলার ঘটনায় প্রাপ্তবয়স্ক দুজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ প্রধান সেরেনা কেনেডি জানিয়েছেন, এই হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।

তিনি জানিয়েছেন, আহত সবাই ছুরিকাঘাতে জখম হয়েছেন। প্রধানমন্ত্রী কেইর স্টারমার জানিয়েছেন, আজকের এই হামলার ঘটনা সত্যিই দুঃখজনক। পুরো দেশ আজ গভীর শোকাহত।

তিনি আরও বলেন, নিহতদের, পরিবার, বন্ধু-বান্ধব এবং বৃহত্তর সম্প্রদায়ের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

পুলিশ প্রধান সেরেনা কেনেডি জানান, শিশু-কিশোরদের জন্য টেইলর সুইফট থিমের একটি নাচের ক্লাসের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে সাহায্য চেয়ে পুলিশের কাছে ফোনকল আসে। তিনি বলেন, বেশ কয়েকজনের ওপর হিংস্রভাবে হামলা চালানো হয়েছে যাদের বেশিরভাগই শিশু। কর্মকর্তারা এই ঘটনায় হতবাক হয়ে গেছেন।

তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত রাস্তা দিয়ে হেঁটে এসে শিশুদের ওপর হামলা চালানো শুরু করেন। ওই রুমে থাকা প্রাপ্তবয়স্করা শিশুদের বাঁচানোর চেষ্টা করেছেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে প্রবেশ করে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ