• বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

এবার ডিপজলের ‘পাথরের মন’, সঙ্গে থাকছেন সাইমন

আপডেটঃ : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

টানা ৫১ দিন চিকিৎসা নিয়ে গেল ৯ নভেম্বর দেশে ফিরেছেন ডিপজল। ফিরেই জনপ্রিয় এ চলচ্চিত্র অভিনেতা ঘোষণা দিলেন নতুন ছবির। ‘পাথরের মন’ নামে একটি ছবি প্রযোজনা করবেন তিনি, পরিচালনা করবেন প্রবীণ নির্মাতা ছটকু আহমেদ।
ডিপজল জানান, নায়ক হিসেবে থাকবেন সাইমন সাদিক। তবে নায়িকা এখনো ঠিক করা হয়নি। ছটকু আহমেদ বলেন, ‌সোমবার ডিপজল সাহেবকে দেখতে গিয়েছিলাম। দেখলাম পুরো সুস্থ-সুন্দর, হাস্যোজ্জ্বল নতুন এক মানুষকে। মিষ্টি-মধুর রসিকতায় বরণ করে নিয়ে শোনালেন নতুন এক ডিপজলের জন্মের কথা।
ডিপজলের সঙ্গে ছটকুর কথোপকথন এভাবে হয়, ‘আপনি আমার নতুন ছবি করবেন। ছবির নাম ‘পাথরের মন’। আমার সঙ্গে অভিনয় করবে সাইমন। আগের সবকিছু ঝেড়ে ফেলে আমি নতুন চমক নিয়ে আমার অগনিত প্রিয় দর্শকের সামনে উপস্থিত হতে চাই।’
১ জানুয়ারি থেকে শুরু হবে এ চলচ্চিত্রের শুটিং। সর্বশেষ ২৫ অক্টোবর ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবি মুক্তি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ