গেলো অক্টেবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৬ দশমিক শুন্য ৪ শতাংশ হয়েছে। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ৬ দশমিক ১২ শতাংশ। গতকাল শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, মূলত পণ্যের মূল্যস্ফীতি কমে যাওয়ায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে তিনি বলেন, চালসহ খাদ্য পণ্যের দাম কমতে শুরু করেছে, তারই প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে। কেননা শীতকালীন সবজি বাজারে আসছে। এর প্রভাবে মূল্যস্ফীর হারও কমে আসবে।