• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

হানিয়ার শেষ কথা, এক নেতা গেলে আরেকজন আসবে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

হামাসে শেষ হয়ে গেছে ইসমাইল হানিয়া অধ্যায়। তবে তার চেতনার রেশ এখন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে চারিদিকে। মৃত্যুর আগেই যেন হানিয়া টের পেয়েছিলেন, তার সময় ফুরিয়ে আসছে। তেমন কথাই বলে গেছেন তিনি।

ইরানে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগেই হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাথে জীবন, মৃত্যু এবং প্রতিরোধ নিয়ে কথা বলে গেছেন। সেখানে তিনি কোরানের একটি আয়াত নিয়েও কথা বলেছিলেন।

তিনি বলেছিলেন, ‌‘আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তিনি সবকিছু জানেন। এক নেতা চলে গেলে আরেকজন আসবেন।
গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে। ইরানের নতুন প্রেসিডেন্টের মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন।

হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায় দেওয়া হলেও দেশটি দায় স্বীকার করেনি।

আয়াতুল্লাহ খামেনির সঙ্গে হানিয়ার এই কথোপকথন সম্প্রচার করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ