• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

ছাত্র আন্দোলনের ৩ নেতা উপর হামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) রাতে বাগেরহাট শহরের পৌর পার্কে ওই হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা তাঁদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহত তিনজনকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা হলেন তানজিব উলরাত (২৩), মো. ফারদিম (২৩) এবং রিত্বিক রায়হান (২৩)। তাদের সবার বাড়ি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় বলে জানা গেছে।

চিকিৎসাধীন ছাত্ররা সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ৯টার দিকে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন যোদ্ধা পৌর পার্কে বসে আন্দোলনের পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী রামদা, লোহার রড এবং লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় তারা তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার জানান, আহত তিন ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার খবর পেয়ে ওই রাতেই বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ