ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে স্বাধীনতার গুরুত্ব বোঝাতে বাংলাদেশের উদাহরণ টানলেন দেশটির প্রধান বিচারপতি ধনঞ্জয়া ইশান্ত চন্দ্রচূড়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লিতে সুপ্রিম কোর্ট চত্বরে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অশান্তি তার একটি স্পষ্ট উদাহরণ।
চন্দ্রচূড় বলেন, বাংলাদেশে আজ যা ঘটছে, স্বাধীনতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের পরিষ্কারভাবে মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা প্রয়োজন।
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের হাল ধরেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।