রাশিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। কিয়েভ বলছে, এক সপ্তাহ ধরে সেখানে তারা আক্রমণ অব্যাহত রেখেছে। এর পাশাপাশি রাশিয়ার দ্বিতীয় কৌশলগত সেতুটি তারা ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী স্থানীয় সময় রোববার ওই সেতুটির ওপর হামলার ফুটেজ প্রকাশ করেছে। সেতুটি জভানো এলাকার সেম নদীর তীরে অবস্থিত। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্কে সামরিক অনুপ্রবেশের অন্যতম লক্ষ্য হচ্ছে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি ‘বাফার জোন’ তৈরি করা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তবে সে সময়ের পর প্রথমবারের মতো দু’সপ্তাহ আগে রাশিয়ার ভেতরে প্রবেশ করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লে. জেনারেল মিকোলা ওলেসচুক সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, আরও একটি সেতু শেষ। এই পোস্টের সঙ্গে তিনি হামলার ছবিও প্রকাশ করেছেন। জেনারেল ওলেসচুক বলেন, ইউক্রেনীয় বিমান বাহিনী অবিরত সূক্ষ্ম হামলার মাধ্যমে শত্রুদের কৌশলগত সক্ষমতা নষ্ট করছে।
একটি ভিডিওতে দেখা গেছে, ব্রিজের ওপরে ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং এর একটি অংশ ধ্বংস হয়ে গেছে বলে মনে হচ্ছে। তবে ঠিক কখন সেখানে হামলা চালানো হয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়।
চলতি সপ্তাহের শুরুতে গ্লুশকোভো শহরের কাছে সেম নদীর ওপর অবস্থিত আরও একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন। ওই সেতু দিয়ে রুশ সেনাবাহিনী চলাচল করতো।
এর আগে, ওই এলাকায় রুশ বাহিনী ব্যবহার করে এমন তিনটি সেতু চিহ্নিত করেছিলেন বিশ্লেষকরা। তারা বলেন, এর মধ্যে দুটি সেতু ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।