• বুধবার, ০১ মে ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:

আমরা পড়ি

আপডেটঃ : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

আয়ারুন আক্তার

 

শ্রেণি:নবম

 

মনাই উল্লাহ আদর্শ উচ্চবিদ্যালয় শ্রীমঙ্গল, মৌলভীবাজার

 

বিজ্ঞান বইয়ের ‘দুর্যোগের সাথে বসবাস’। অধ্যায়টি আয়ারুন পড়েছে। নিচের প্রশ্ন ও উত্তরগুলো সে নিজেই তৈরি করেছে।   এ চেষ্টার ফলে  অধ্যায়টি সম্পর্কে তার একটা  ধারণা জন্মেছে।  আরো কয়েকবার পড়ো । তাহলে আরো জানতে পারবে। একবার পড়লে জানা যায় দুইবার পড়লে বুঝা যায়। অধ্যায়টি কয়েকবার পড়বে। তোমরাও আয়ারুনের মতো প্রতিটি বই মনোযোগ দিয়ে পড়বে।  একটা অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন তৈরি করা যায় তা চেষ্টা কর সঙ্গে তার উত্তরও লিখে পাঠিয়ে দাও অনুশীলন বিভাগে । অভ্যাস গড়ে তোল মূলবই পড়ার।

 

আয়ারুন’র এ কাজে সহযোগিতা করেছেন তার শিক্ষক  মোহাম্মদ আল আমিন

 

১। কোন মাসে ভারী বৃষ্টিপাত হয়?

 

উত্তর: আশ্বিন মাসে।

 

২। বিগত তিন দশকে কত হেক্টর জমি পদ্মা,মেঘনা,যমুনা এই তিন নদী গর্ভে হারিয়ে গেছে?

 

উত্তর:প্রায় ১,৮০,০০০ হেক্টর জমি।

 

৩। জলবায়ু জনিত পরিবর্তনের অন্যতম কারণ কী?

 

উত্তর:বৈশ্বিক উষ্ণতা।

 

৪। বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন কোনটি?

 

উত্তর:সুন্দরবন।

 

৫। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?

 

উত্তর:জীববৈচিত্র্য।

 

৬। পরিবেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমস্যা কোনটি?

 

উত্তর:নগরায়ন।

 

৭। ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা কত বিলিয়ন দাঁড়াবে?

 

উত্তর:প্রায় ১০ বিলিয়ন।

 

৮। কোনটি পরিবেশগত মারাত্মক সমস্যা?

 

উত্তর:বনশূন্য করা।

 

৯। বাংলাদেশের প্রায় কতটি নদীর উত্সস্থল ভারত?

 

উত্তর:৫৫টি।

 

১০। সাইক্লোন কোথায় সৃষ্টি হয়?

 

উত্তর:গভীর সমুদ্রে।

 

১১। কোনটিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয় ?

 

উত্তর:সুনামিকে।

 

১২। এসিড বৃষ্টিতে কী কী এসিড থাকে?

 

উত্তর:সালফিউরিক এসিড,নাইট্রিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড ইত্যাদি।

 

১৩।  ভুমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কী দিয়ে?

 

উত্তর:রিকটার স্কেল দিয়ে।

 

১৪। এসিড বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা?

 

উত্তর:প্রানিসম্পদ ও জলজ প্রানী।

 

১৫। বনভূমি উজার হওয়ার মূল কারণ কী?

 

উত্তর:জনসংখ্যা বৃদ্ধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ