• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:

ইসরাইলি মন্ত্রী সিনাগগ বানাতে চান আল-আকসা মসজিদ কমপ্লেক্সে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

উগ্রপন্থী ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে একটি সিনাগগ নির্মাণ করতে চান।

উল্লেখ্য, আন্তর্জাতিক সমঝোতা অনুযায়ী, ওই স্থানে সিনাগগ নির্মাণ তো দুরের কথা, সেখানে প্রার্থনাও করতে পারে না ইহুদিরা।

বেন গভির সোমবার ইসরাইলের আর্মি রেডিওতে বলেন, ‘আমি চাই, টেম্পল মাউন্টের ওপর একটি সিনাগগ প্রতিষ্ঠা করতে।’ উল্লেখ্য, ইহুদি ঐতিহ্যে আল-আকসার স্থানটিকে টেম্পল মাউন্ট হিসেবে অভিহিত করা হয়।

তিনি বলেন, ‘যদি আমাকে বলা হয় যে মুসলিমরা প্রার্থনা করার অনুমতি দেবে না, তবে তোমরা আমাকে হত্যা করবে।’

বেন গভির বলেন, তিনি ওয়েস্টার্ন ওয়ালে জায়নামাজ এনে কোনো মুসলিমকে নামাজ পড়তেও তিনি বাধা দেবেন না। উল্লেখ্য জেরুসালেমের ওল্ড সিটিতে ওয়েস্টার্ন ওয়াল হলো একটি গুরুত্বপূর্ণ ইহুদি প্রার্থনার স্থান। এটি আল-আকসা মসজিদ কমপ্লেক্সেই অবস্থিত।

বেন গভির বলেন, ‘নিশ্চয় না। প্রত্যেকে বলবে, এটা বর্ণবাদ। তবে মুসলিমরা ওয়েস্টার্ন ওয়ালের পবিত্রতাকে স্বীকার করে না।’

তার বক্তব্যের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানায়, আল-আকসার মর্যাদার কোনো পরিবর্তন হবে না।

উল্লেখ্য, ইসলামি পবিত্র স্থান আল-আকসায় অন্য ধর্মের লোকদের পরিবদর্শন, প্রার্থনা করা বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান করা নিষিদ্ধ।
তবে ইসরাইলিরা প্রায়ই এসব নিষেধাজ্ঞা লঙ্ঘন করে থাকে। তারা সেখানে নিয়মিত গিয়ে প্রার্থনা করে।

বেন গভির এবং ইসরাইলি অনেক উগ্রপন্থী রাজনীতিবিদ ও মন্ত্রী প্রায়ই আল-আকসা মসজিদ এলাকার পবিত্রতা নষ্ট করে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ