• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:

ভারতের গুজরাটে ভয়াবহ বন্যায় নিহত ২৮

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

ভারতের গুজরাটে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। প্রায় অর্ধলক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাজ্যটির বহু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়িসহ সবকিছু।

গুজরাটের ত্রাণ কমিশনার অলোক পান্ডে জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনী নামানো হয়েছে।

এদিকে, বৃষ্টিপাত আরও বাড়বে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ