• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

সুবিধা থেকে বঞ্চিত কর্মকর্তার দের আবেদন, পাবেন ক্ষতিপূরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

পদোন্নতি এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মোখলেস উর রহমান বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে বঞ্চিতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

জনপ্রশাসন সচিব বলেন, ২০০৯ থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত হয়েছেন এমন কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, এখন পর্যন্ত প্রশাসনে বঞ্চিতদের আড়াই হাজার আবেদন জমা হয়েছে। তিন মাসের মধ্যে কমিটি এ তালিকা জমা দেবে।

সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয় বিবেচনা করা হবে বলে জানান ড. মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, পরে যারা এখনও কর্মক্ষম কিন্তু চাকরি চলে গেছে তাদের ফিরিয়ে আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ