• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

রাশিয়া রূপপুর পারমাণবিক প্রকল্প সফলভাবে শেষ করবে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টেটস্কি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সফল সমাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি রাশিয়ান সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টেটস্কি সাক্ষাৎ করে তাঁর দেশের পক্ষে এ আশ্বাস দেন।

বৈঠকে পররাষ্ট্র সচিব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার চলমান সহায়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

উভয় পক্ষই বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করে এবং আগামী দিনে সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেয়।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক ফোরামে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বৈঠকে আইসিটি, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র সচিব রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রদত্ত বৃত্তির সংখ্যা বৃদ্ধির জন্য মস্কোকে ধন্যবাদ জানান এবং জনগণের মধ্যে আদান-প্রদান বাড়াতে আরও প্রচেষ্টাকে উৎসাহিত করেন।

রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি রাশিয়ান সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ