• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

সাকিব যে শর্তে দেশে ফিরবেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

ঘরের মাঠে ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে বিদায় নিতে চান সাকিব আল হাসান। এমন আকুতি জানিয়ে সঙ্গে জুড়ে দিয়েছেন শর্ত। দেশে যাওয়া এবং আসা; দুটোই যেন স্বাভাবিকভাবে করতে পারেন কিংবা আরও স্পষ্ট করে বললে নিরাপত্তার নিশ্চয়তা পেলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সাকিব আসবেন বাংলাদেশে।

কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অবসর প্রসঙ্গে বিষয়গুলো জানান সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ ম্যাচ। তারা বিষয়গুলো (নিরাপত্তার) জানে এবং চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে আয়োজন করা যায়।

বিষয়টি আরও খোলাসা করেছেন সাকিব নিজেই, ‘যেন, আমি সেখানে (বাংলাদেশে) গিয়ে খেলতেও পারি এবং নিরাপদ অনুভব করি। একই সঙ্গে দেশের বাইরেও যখন আসতে হবে, তখন যেন আসতে পারি। আমার যেন কোনো সমস্যা না হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২২ আগস্ট রাজধানীর আদাবর থানায় সাকিবের নামে হত্যা মামলা হয়। এই মামলায় সাকিব ২৮ নাম্বার আসামি। ৫ আগস্ট পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে আসামি করা হয়। তখন তিনি খেলছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে।

সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবি কাজ করছে বলে জানিয়েছেন তিনি নিজেই, ‘বোর্ড এ বিষয়গুলো খেয়াল করছে এবং যারা রিলেটেড আছে, তারা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি। তারা আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে ভালোভাবে খেলে টেস্ট সংস্করণটা ছাড়তে পারব।’

উল্লেখ্য, সাকিবের পরিবার বাস করে যুক্তরাষ্ট্রে। নিরাপত্তার নিশ্চয়তা না পেলে টেস্ট সিরিজ শেষে ভারত থেকে যুক্তরাষ্ট্র ফিরে যেতে পারেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ