• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

বগুড়ায় জেলায় আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষকরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বগুড়ায় ভাল দাম পাওয়ার আশায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত পড়েছেন কৃষকরা। জেলার বিভিন্ন উপজেলায় মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। বাজারেও উঠেছে আগাম শীতকালীন সবজি। তবে দাম অনেক চড়া।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, বগুড়ায় জেলায় আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ২ হাজার ৬০০ হেক্টর জমিতে। ইতিমধ্যে ২ হাজার হেক্টর জমিতে আগাম সবজির চাষ হয়েছে। ৬৫০ হেক্টর জমির আগাম সবজি মাঠ থেকে তোলা হয়েছে। বিভিন্ন এলাকায় দেখা গেছে বগুড়া সদর, শিবগঞ্জ, শাজাহানপুর, ধুনট, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও কাহালুসহ অন্যান্য উপজেলায় কৃষকদের অনেকেই বোরো ধানের পরিবর্তে আগাম সবজি চাষ করেছেন।

কাহালু উপজেলার কৃষক জানান, তিনি এক বিঘা জমিতে মুলা এবং এক জমিতে পালং শাক, লাউ এবং সীম চাষ করেছেন। ইতিমধ্যে মুলা, পালং শাক ও লাউ বিক্রি করে ভাল দাম পেয়েছেন।
গেছে। এ কারণে বাজারে ১৮০০ টাকা থেকে ২০০০ টাকা মণ দরে মুলা বিক্রি হচ্ছে।

ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, আগাম সবজির মধ্যে মুলা, ফুলকপি, বাধাকপি, টমেটো, গাঁজর, লাউ, পুইশাক, পালং শাক ও শিম চাষ করা হয়েছে।

বগুড়ার বিভিন্ন খুচরা বাজারে মুলা ৬০ টাকা, বাঁধা কপি ৮০ টাকা, সীম ২০০ টাকা, পালংশাক ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, বগুড়াকে সবজি ভান্ডার বলা হয়ে থাকে। শীতকালিন সবজি ব্যাপক চাষ হয়ে থাকে এই জেলায়। বেশ কয়েক বছর ধরে

শীত আসার আগে স্থানীয় চাষিরা আগামজাতের সবজি চাষ করে থাকেন। আগামজাতের সবজিতে বেশি লাভবান হওয়া যায় বলে চাষিরা অগ্রহী হয়ে পড়ছেন। জেলায় এখনও শীত মৌসুম শুরু না হলেও শীতের সবজি চাষ শুরু হয়েছে। জেলার উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে ব্যস্ততা বেড়েছে। কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।

বগুড়া সদর উপজেলার শাখারিয়া এলাকার কৃষক বলেন, তিনি এ বছর ৪ বিঘা জমিতে আগাম সবজি চাষ করেছেন। আবহাওয়ার কারণে এবার সবজি চাষে একটু বেশি পরিচর্যা করতে হয়েছে। এবার ভাদ্র মাসের শেষে প্রখর রোদ এবং টানা বৃষ্টিতে সবজি চারা ক্ষতিগ্রস্থ হয়েছে। যার কারণে বাজারে চাহিদার তুলনায় আমদানী কম। এ কারণে কৃষক দামও ভাল পাচ্ছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মতলুবুর রহমান জানান, বগুড়ায় আগামজাতের শীতকালিন সবজি চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। এ বছর রোদ এবং বৃষ্টির কারণ আগাম সবজবি চাষে কিছুটা সমস্যা হয়েছে। তারপরেও ফলন ভাল হয়েছে। কৃষক দামও ভাল পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ