• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

শাকিব খান বাংলাদেশ-ভারত সম্পর্কে নিয়ে যা বললেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
ছবি: সংগৃহীত

বিভিন্ন ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক মাধ্যমে যুক্তি-তর্ক-গল্পে মেতে উঠেন নেটিজেনরা। কখনও কখনও তাদের আবার একে অন্যের বিরুদ্ধে বিদ্বেষ ছুড়তেও দেখা যায়। সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন, বন্যা, সীমান্ত হত্যাসহ বেশকিছু ইস্যুতে মাথাচাড়া দিয়েছে এই বিদ্বেষ। এবার দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিবকে প্রশ্ন করা হয়, ‘বাংলাদেশের সিনেমা থেকে গান দুই দেশের একটা সহজ চলাচল ছিল, সেই সময় এমন পালাবদল। ফেসবুকে ভারতবিদ্বেষী মন্তব্য কী মনে হয়, এভাবে কি সিনেমার শিল্পের উন্নতি সম্ভব?

এই প্রশ্নে শাকিব বলেন, ‘বাংলাদেশের ইলিশ মাছ তো ঠিকই যাচ্ছে। আমাদের ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন, বিভিন্ন কূটনৈতিক আলোচনাও হচ্ছে। প্রতিবেশী হিসেবে আমাদের পরস্পরের মিলেমিশে থাকা উচিত। তেমনটাই তো দেখছি। কিছু মানুষ এখান থেকে এক কথা বললে, ওখান থেকেও কিছু মানুষ বাংলাদেশ নিয়ে কুমন্তব্য করছেন!

যোগ করে তিনি বলেন, ‘মানুষের আবেগের জায়গা থেকে মতামতের একটা বিভেদ থাকতে পারে। আর সম্পর্ক থাকলে ভাঙা-গড়া থাকেই। কিছুদিন পর আবার ঠিক হয়ে যায়। এ সব নিয়ে আমি একদমই চিন্তিত নই। দুই দেশের নীতি নির্ধারকরা সমস্যা থাকলে তার সমাধান খুঁজে বের করবেন। আমি মনে করি, এশিয়ান হিসেবে আমাদের মিলেমিশে থাকা উচিত।

আরেকটি প্রশ্ন ছিল, ‘এত বড় একটা পালাবদল অর্থনীতির ওপর প্রভাব পড়েছে, সিনেমা হল ভাঙচুর হয়েছে, বড় তারকা হিসেবে আপনি কীভাবে দেখছেন এই পরিস্থিতি?

শাকিব বলেন, ‘এমন একটা ঘটনার পর সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগে। আমাদের এখানকার একজন শিল্পীর ছবি যখন পশ্চিমবঙ্গে মুক্তি পেল, তখনই ওখানকার (কলকাতা) একটি আন্দোলনের ফলে মুখ থুবড়ে পড়ল সেটা। সবখানে কমবেশি ওলট-পালট থাকে। দেশের সংকটে সাধারণ মানুষ প্রতিবাদ করবে, আন্দোলন করবে এটাই স্বাভাবিক। সাধারণ মানুষই অনেক কিছু ভাঙে। আবার তারাই গড়ে! নতুন কিছু এলে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। তাই সব কিছু আবার যেভাবে গড়ে উঠছে, আমি আশা করছি সবাই স্বাভাবিক জীবনে ফিরে কাজে মনোযোগী হয়েছেন। আমি আশা করছি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আগের চেয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

প্রসঙ্গত, বর্তমানে শাকিবের ব্যস্ততা নতুন কিছু সিনেমা নিয়ে। ‘তুফান’- এর পর আলফা আই, চরকি ও এসভিএফের সঙ্গে যুক্ত হতে পারেন আরও একটি সিনেমায়। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে এ নায়কের ‘দরদ’। আগামী ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ