• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

‘বিশেষ টাস্কফোর্স’ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিংয়ে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
সংগৃহীত ছবি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলায় ‘বিশেষ টাস্কফোর্স’ বাজার তদারকি শুরু করেছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার, আড়ত সরেজমিনে পরিদর্শন করে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করে বিশেষ টাস্কফোর্স।

এসময় ডিম, আলু, তেল, পেঁয়াজ, সবজি, চিনি ইত্যাদি নিত্যপণ্যের ওপর এই মনিটরিং কার্যক্রম চালানো হয়।

চুয়াডাঙ্গার বিশেষ টাস্কফোর্সের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজার নেতৃত্বে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং বাজার তদারকিতে অংশগ্রহণ করেন। বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এছাড়া সদস্য হিসেবে আছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হাসান মিয়া, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কায়ছার ইকবাল, কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও রাকিব মাহমুদ।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা বলেন, আমরা চুয়াডাঙ্গার পাইকারি ও খুচরা পর্যায়ের বাজার ও আড়ত সরেজমিনে পরিদর্শন করছি, প্রতিটি ব্যবসায়ীকে নির্দেশনা দেওয়া হচ্ছে তারা যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখে এবং সহনীয় লাভ করে। ব্যবসায়ীরা নিয়ম মেনে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা নিয়মিত বাজার তদারকি করবো এবং এটা উপজেলা পর্যায়েও শুরু করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ