• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

পাহাড় থেকে উড়াল দিয়ে বিমানে!

আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

বিমান থেকে প্যারাসুট নিয়ে ঝাপ দেয়ার কথাতো অনেক শুনেছেন। এবার শুনুন পাহাড় থেকে উড়াল দিয়ে বিমানে ওঠার গল্প। ফ্রান্সের ফ্রেড ফুগেন ও ভিন্স রেফেট ঘটিয়েছেন এই অবিশ্বাস্য কাণ্ড।
ইউটিউবে ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিওতে দেখা যায় এই দুইজন জুয়াংফ্রাও পর্বত থেকে গ্লাইডারে ভর করে ছোট এক বিমানে ‘ল্যান্ড’ করেন। অবিশ্বাস্য এই স্টান্ট ভাষায় বর্ণনা করা অসম্ভব। রোমাঞ্চপ্রত্যাশী এই দুইজন এই স্টান্ট করার জন্য মাসের পর মাস ট্রেনিং করেছেন যার নাম দিয়েছিলেন ‘ডোর ইন দ্য স্কাই’ বা আকাশ দরজা।
রিফেট বলেন, এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে জমকালো স্টান্ট। আমাদের বিমানটিকে প্রথমে নিরাপদ করতে হয়েছে যাতে যখন আমরা গ্লাইডারে ভেসে বিমানটি স্পর্শ করব তখন যেন ব্যথা না পাই। আমাদের প্যারাসুটটি নিয়েও কাজ করতে হয়েছে যাতে আমরা বিমানে নামার সময়ে এটা দ্রুত না খুলে যায়। তবে সবচেয়ে বড় ঝুঁকি ছিল পর্বত থেকে লাফ দেয়া। এই জন্যই আমরা বেশি ট্রেনিং করেছি। সব মিলিয়ে আমরা বিমানটিতে ২০ বার উড়ে গেছি। এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ