• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

কেউ দিনদুপুরে শেখ হাসিনার মতো পালায় নাই

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
সংগৃহীত ছবি

শেখ হাসিনার মতো কেউ দিনদুপুরে পালিয়ে যায়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। শনিবার বিকেলে পার্টির ফেনী জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আজ শনিবার বিকেলে ফেনীর শহীদ মিনার চত্বরে আয়োজিত রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনার মতো কেউ দিনদুপুরে পালিয়ে যায়নি ।

তিনি বলেন, ‘শেখ হাসিনা মনে করেছিলেন বিএনপি-জামায়াত-হেফাজতসহ সবাইকে নিশ্চিহ্ন করলে তার আর শত্রু থাকবে না, তিনি বাধাহীনভাবে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু রাজনৈতিক পরিচয়হীন ছাত্র-জনতার প্রতিরোধে এমন পরিণতি হয়েছে যে, নৃশংস গণহত্যা চালিয়েও তার শেষ রক্ষা হয়নি।

তাকে দিনদুপুরে পালিয়ে যেতে হলো, তার মতো দিনদুপুরে এভাবে পৃথিবীতে কোনো স্বৈরাচার পালায় নাই।
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের টাকা চুরি করে যারা বিদেশে বেগমপাড়া বানিয়েছেন, সেসব আওয়ামী লুটেরা আজ পালিয়ে বেড়াচ্ছেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কী দোষ ছিল ছাত্রদের? তারা তো মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার ন্যায্য দাবি তুলেছিল। কেন তাদের গুলি করে গণহারে হত্যা করা হলো?’ ফেনীর মেধাবী ছাত্র ইশতিয়াক শ্রাবণ ও মাহবুব হাসান মাসুদসহ ১৩ জনের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘এ শহীদদের নামে ফেনীতে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘সীমান্তের ওপার থেকে পতিত স্বৈরাচার হুমকি দিচ্ছে চট করে নাকি এ দেশে ঢুকে পড়বে!’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনারা যেদিন বাংলাদেশে আসার চেষ্টা করবেন সেদিন আবু সাঈদ ও মুগ্ধরা আবার হাবিলদার রজব আলী হয়ে ফিরে আসবে। যদি মনে করেন আবার আওয়ামী লীগের এ দেশে স্থান হবে তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।

এ দেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফেনী নদীর পানি নিয়ে ভারত যা করছে তাতে মনে হচ্ছে তারা কোনো গোপন চুক্তি করেছে! যদি এ রকম কোনো গোপন চুক্তি হয়ে থাকে তাহলে তা অবিলম্বে বাতিল করতে হবে।

ফেনীর বিলোনিয়া সীমান্তে উত্তেজনা সৃষ্টির নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ভারতকে মনে রাখতে হবে তাদের হাতের পুতুল মহিলা লক্ষ্মণ সেন পালিয়ে গেছে, তাকে নিয়ে আর স্বপ্ন দেখবেন না।

এবি পার্টি ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও জেলার অন্যতম নেতা শাহদাৎ হোসেন সাজুর সঞ্চালনায় গণসমাবেশে অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ